লিয়াকত'স ইংলিশ পাবলিকেশন

Liakat’s English প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা শেখানোর দীর্ঘ যাত্রায় যে সাফল্য এবং অভিজ্ঞতা লাভ করেছে, তারই সহজ এবং সুবিন্যস্ত রূপ হচ্ছে Liakat’s Publication-এর বইগুলো। এরমধ্যে তাদের ‘গ্রামার ছাড়া Spoken English’ বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ইংরেজি শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।  ছোট থেকে বড়- সব বয়সী ইংরেজি শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করে বই প্রকাশ করে এই প্রকাশনা। গ্রামার, ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ-সহ ইংরেজি শেখার প্রয়োজনীয় সকল বই একে একে যুক্ত হচ্ছে এই প্রতিষ্ঠানটির অর্জনের তালিকায়। ইংরেজি ভাষাকে আরও সহজে এবং কার্যকর উপায়ে শেখানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে লিয়াকত'স ইংলিশ পাবলিকেশন।

লিয়াকত'স ইংলিশ পাবলিকেশন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon